Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Aaloshyo | আলস্য | Anupam Roy Lyrics - Anupam Roy

Collection Anupam Roy

Aaloshyo | আলস্য | Anupam Roy Lyrics

 Lyrics Forest   482


Aaloshyo | আলস্য | Anupam Roy lyrics (Primary language)

সেই গ্রীষ্মের সকালগুলোতে

পর্দা ঠেলে সরিয়ে

হাওয়া দিল ভাসিয়ে

হাওয়া দিল ভাসিয়ে

তখন আমার এ বিছানা ঘুম

ছাড়েনি চোখের কোল

আর হাওয়াতে লাগালো দোল

হাওয়াতে লাগালো দোল

 

তখন আবার এ মন জাগে

কোন অচেনা সংরাগে

যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি

 

তুমি আঁচল পেতে রাখো না

আমি আসছি চলে

তুমি চোখ বুঁজো না, বুঁজো না

আমি এলাম বলে।

 

এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও …

আমার মনের এ গোপন পথে

আজও সে বাউন্ডুলে

চোখ রেখে কাটা ঘুড়িতে

হঠাৎ যায় হারিয়ে

আমার মনের গভীরতাকে

অনুভূতির আঙুলে

স্পর্শ করে দেখোনি

স্পর্শ করে দেখোনি

 

তখন আবার এ মন জাগে

কোন অচেনা সংরাগে

যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি

 

তুমি আঁচল পেতে রাখো না

আমি আসছি চলে

তুমি চোখ বুঁজো না, বুঁজো না

আমি এলাম বলে।

 

এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও …

Aaloshyo | আলস্য | Anupam Roy lyrics in English
Not available